ভোজ্য তেলে দর ডলারের সঙ্গে সমন্বয় চান ব্যবসায়ীরা

দেশের বাজারে ডলারের দর বেড়ে যাওয়ায় ভোজ্য তেলের মূল্য সমন্বয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। গতকাল রবিবার সমিতির পক্ষে এই চিঠি দিয়েছেন নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম মোল্লা।

বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে দেওয়া চিঠিতে বলা হয়, ভোজ্য তেলের আমদানিতে ডলারের বিনিময় হার বর্তমানে ১২২ টাকা থেকে ১২৪ টাকা।

এর আগে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন যখন ভোজ্য তেলের মূল্য নির্ধারণ করেছিল, তখন ডলারের বিনিময় মূল্য ধরেছিল ১১১ টাকা।

বর্তমানে এক ডলারের বিপরীতে ১২২ টাকা থেকে ১২৪ টাকা দিতে হয় ব্যবসায়ীদের।

ডলারের মূল্য বিবেচনায় নিয়ে ভোজ্য তেলের মূল্য সমন্বয় করার কথা বলা হয়েছে ওই চিঠিতে।

Follow Us
ফ্লিকার ফটো

© Rajbari News Portal | Website Design & Developed by Glossy IT