হামাস-ইসরায়েল যুদ্ধের সর্বশেষ অবস্থা

► ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারো বলেছেন, ইসরায়েল গাজায় স্থল আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে কখন এটি ঘটবে তা তিনি স্পষ্ট করে বলেননি। তেল আবিব থেকে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধ কেবল শুরু।’

 ► গাজায় জ্বালানি ফুরিয়ে যাওয়ায় হাসপাতালগুলো জরুরি সেবা ছাড়া বাকি সব সেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।

ইসরায়েল গাজায় জ্বালানি পৌঁছাতে বাধা দিয়েছে এবং হামাসের বিরুদ্ধে তেল মজুত করার অভিযোগ করেছে।

► জাতিসংঘ বলেছে, গাজায় মানবিক সংস্থাগুলো জ্বালানির ঘাটতির সম্মুখীন হচ্ছে। ফলে আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাদেরও সব সেবা বন্ধ করে দিতে হতে পারে।

► মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে স্থিতাবস্থায় ফিরে আসার কোনো সুযোগ নেই।

যেমনটা গত ৬ অক্টোবরও ছিল।

► জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের বিষয়টি নিয়ে তিনি মর্মাহত। তিনি বলেছেন, স্পষ্টভাবে ইসরায়েলের ওপর হওয়া ‘সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড’-এর নিন্দা জানান। তবে হামাস এই আক্রমণ এমনিতেই করেনি।

 
► গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৭ অক্টোবর থেকে প্রায় চার হাজার ৫০০ মানুষ নিহত হয়েছে। ইসরাইল ওই অঞ্চলে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। হামাসের ইসরায়েলে প্রাথমিক হামলায় এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং গাজায় এখনও ২০০ জনেরও বেশি মানুষ জিম্মি রয়েছে।

► ইসরায়েলি সামরিক বাহিনী অধিকৃত পশ্চিম তীর জুড়ে রাতভর অভিযান চালিয়েছে। গাজায়ও তারা মারাত্মক বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে।

► গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে রাশিয়ার নেতৃত্বাধীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি মস্কো এবং বেইজিং ওয়াশিংটনের প্রস্তাবে ভেটো দেওয়ার পরপরই ব্যর্থ হয়।

সূত্র: বিবিসি, আল জাজিরা

Follow Us
ফ্লিকার ফটো

© Rajbari News Portal | Website Design & Developed by Glossy IT