ফের কানাডার জন্য ভিসা পরিষেবা চালু করবে ভারত

কানাডিয়ানদের জন্য ভিসা পরিষেবা আবার শুরু করবে ভারত। আজ বৃহস্পতিবার থেকে এন্ট্রি, ব্যবসায়িক, মেডিকেল ও কনফারেন্স ভিসা চালু হওয়ার কথা। গতকাল বুধবার ভারতের কর্মকর্তারা বলেছিলেন, তারা নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এবং কানাডার সাম্প্রতিক পদক্ষেপের ওপর ভিত্তি করে ভিসা ইস্যু করার সিদ্ধান্ত নেবেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে পরিষেবাগুলো আবার শুরু হবে।

টরন্টোর কনস্যুলেট জেনারেল অব ইন্ডিয়ার ওয়েবসাইট অনুযায়ী, এন্ট্রি ভিসা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তাদের স্ত্রী এবং সন্তানদের জন্য নির্দিষ্ট। পরিষেবাগুলো পুনরায় চালু হলে তা কানাডিয়ান পর্যটকদের জন্য প্রযোজ্য হবে কিনা তা স্পষ্ট নয়। 
কানাডার রাজধানী অটোয়াতে ভারতের হাইকমিশন বলছে, সেপ্টেম্বরে ঘটা বড় কূটনৈতিক দ্বন্দ্ব বন্ধ হওয়ার পর ভারত কানাডিয়ানদের জন্য ভিসা পরিষেবা আবার শুরু করবে। 

কানাডার মাটিতে শিখ নেতা নিজ্জার হত্যার পেছনে ভারতের এজেন্টদের হাত আছে, কানাডা এমন অভিযোগ আনার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক দ্বন্দ শুরু হয়।

নয়াদিল্লি এই অভিযোগ অযৌক্তিক বলে অভিহিত করে। এ নিয়ে বিরোধের মধ্যে ভিসা পরিষেবায় স্থগিতাদেশ আসে। 
গত জুনে ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে গুলি করে হত্যা করা হয় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হারদীপ সিং নিজ্জারকে। হত্যায় ভারতের জড়িত থাকার ‘বিশ্বাসযোগ্য’ অভিযোগের তদন্ত করছে কানাডা।

দেশটির পুলিশ অবশ্য একে ‘টার্গেটেড কিলিং’ বলে বর্ণনা করেছিল। তবে এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে চিহ্নিত করা যায়নি।

ছবি: বিবিসি

Follow Us
ফ্লিকার ফটো

© Rajbari News Portal | Website Design & Developed by Glossy IT