পাকিস্তানের রায়বেন্ড বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আজ

পাকিস্তানের রায়বেন্ড বিশ্ব ইজতেমার ‍দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার।

এরই মধ্যে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন এবং মূল প্যান্ডেলে লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটেছে।

এই ইজতেমার প্রথম পর্ব গত ২ নভেম্ভর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। তাতে অন্তত ৫ লাখ মুসল্লি অংশ নিয়েছিলেন।

প্রথম পর্বের ইজতেমা ভারতের মাওলানা ইবরাহিম দেওলার হৃদয়গ্রাহী আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

পাকিস্তান ছাড়াও প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য মুসল্লি রায়বেন্ড ইজতেমায় অংশ নেন।

এ বছর ইজতেমার প্যান্ডেলে গমন-বহির্গমনের জন্য গেটে চেকিং সিস্টেম স্থাপন করা হয়েছে।

Follow Us
ফ্লিকার ফটো

© Rajbari News Portal | Website Design & Developed by Glossy IT