ত্রিভুজ সম্পর্কের টানাপড়েনে ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্ক অনেকটা দা-কুমড়ার মতো। তাঁদের মধ্যে এই বিবাদ শাকিব খানকে নিয়ে। যদিও দুজনই এখন শাকিব খানের সাবেক স্ত্রী, তবু তাঁদের সম্পর্কের কোনো উন্নতি ঘটেনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে।
যার সূত্র ধরেই আবারও আলোচনায় তাঁরা।
বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভির এক অনুষ্ঠানে হাজির হয়ে শবনম বুবলীকে ‘ঘৃণা’ করেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস। পাশাপাশি এ-ও জানিয়েছেন, তাঁর সন্তান শেহজাদ খান বীরকে তিনি খুব ভালোবাসেন।
অনুষ্ঠানের আলাপচারিতায় বুবলী প্রসঙ্গ উঠে আসতেই অপু বিশ্বাস একবাক্যে বলেন, ‘ওনাকে ঘৃণা করি আমি।
’ এরপর তিনি বলেন, “আমাকে নিয়ে তার মন্তব্য কী, সেটি জানার সময় নেই আমার।
একবাক্যে তাকে ঘৃণা করি আমি। ইংরেজিতে ‘হেট’ বললে আরো স্মার্ট হয়।”
এ অভিনেত্রী আরো বলেন, ‘ওনার (বুবলী) নাম নিতে ব্যক্তিত্বে বাধে আমার।
অপু বিশ্বাসের এমন মন্তব্য চুপ করে সহ্য করেননি শবনম বুবলী। নিজের প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। সরাসরি কোনো কিছু না বললেও সত্যেন্দ্রনাথ দত্তের একটি কবিতার লাইন শেয়ার করেন। শবনম বুবলী লেখেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায়?’
এ বিষয়ে কালের কণ্ঠ’র পক্ষ থেকে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
© Rajbari News Portal. All Rights Reserved. Design by Glossy IT