শ্রীবরদীতে সড়কে শতাধিক বন্য হাতির অবস্থান

শেরপুরের শ্রীবরদীর বর্ডার সড়কে অবস্থান নিয়েছে বন্য হাতি। গতকাল বুধবার দুপুর থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার সীমান্তের ঝুলগাঁও এলাকার গুচ্ছ গ্রামের পাশে সীমান্ত সড়কে শতাধিক বন্য হাতির দলটির অবস্থান দেখা গেছে। সড়কে বন্য হাতির বিশাল  দলটির অবস্থানের কারণে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ঝুলগাঁও এলাকার কয়েকজন বাসিন্দা জানান, কয়েক দিন ধরে বন্য হাতির দলটি শ্রীবরদীর বর্ডার সড়কের পাশে পাহাড়ি জঙ্গলে অবস্থান করছিল।

বুধবার দুপুর থেকে হাতির দলটি ঝুলগাঁওয়ের গুচ্ছ গ্রামের পাশে বর্ডার সড়কে অবস্থান নেয়। এতে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।
গুচ্ছ গ্রামের বাসিন্দা শাহ আলম বলেন, ‘গত মঙ্গলবার রাতে হাতির দলটি গুচ্ছ গ্রামে যায়। এ সময় তার ঘরের চালায় হামলা করে কয়েকটি টিন খুলে ফেলে।

আজও হাতির দলটি গুচ্ছ গ্রামের পাশে বর্ডার সড়কে অবস্থান করছে। বন্য হাতির হামলার ভয়ে ঝুলগাঁও গ্রামের প্রায় দুই শ পরিবার নির্ঘুম রাত কাটাচ্ছে।’
একজন মৌচাষি জানান, বেশ কিছুদিন ধরে দুই শতাধিক মৌচাকের বাক্স নিয়ে তারা বর্ডার সড়কের পাশের পাহাড়ের পরিত্যক্ত স্থানে রেখেছেন। মৌমাছি খাওয়ার জন্য বেশ কিছু চিনি রেখেছিলেন।

বুধবার দুপুরে হাতির দলটি এসে তাদের প্রায় এক মণ চিনি খেয়েছে। বন্য হাতি দেখতে উৎসুক লোকজন সড়কের দুই পাশে ভিড় করছে। 
বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘হাতির দলটি সীমান্ত সড়কে অবস্থান নেওয়ায় দুই পাশে বন বিভাগের লোকজন পাহারা দিচ্ছেন। যাতে সড়কে কোনো মানুষ বা যানবাহন চলাচল করতে গিয়ে হাতির হামলার শিকার না হন।’


 

Follow Us
ফ্লিকার ফটো

© Rajbari News Portal | Website Design & Developed by Glossy IT