
ফেসবুক খুললেই এ এক নতুন উত্পাত। আপনিও কি ফেসবুকে 'এর' খপ্পরে পড়েছেন?
সোশ্যাল মিডিয়ায় জায়ান্ট ফেসবুক। প্রতিদিনই নতুন নতুন ভাবনা নিয়ে হাজির হয় ফেসবুক। মনে করা হচ্ছে, এটাও একটা নতুন চাল। এবার ফেসবুকের লক্ষ্য গ্লোবাল ডিজিটাল অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি হিসেবে নিজেকে তুলে ধরা। আর তাই ফেসবুক খুলতেই হাজির হচ্ছে এই নতুন অ্যাড কুকি।
এর ফলে বিভিন্ন কোম্পানির কাছে আরও গ্রহণ যোগ্যতা বাড়বে ফেসবুকের। খুব সহজেই তাদের বিজ্ঞাপন পৌঁছে যাবে বিশাল সংখ্যক মানুষের কাছে। এরফলে একদিকে যেন কোম্পানির লাভ, অন্যদিকে তেমনই ফেসবুকেরও লাভ।