জনপ্রিয়তা ধরে রাখতে সিম্ফনি এবার বাজারে নিয়ে এলো তাদের ‘আই’ সিরিজের ফুলভিশন ডিসপ্লে এবং ফোরজি নেটওয়ার্ক সাপোর্টেড নতুন স্মার্টফোন ‘সিম্ফনি আই১১০’। ৮.৭ মিলিমিটার স্লিম এবং নন ট্রাডিশনাল ডিজাইনের কারনে তিনটি ভিন্ন ভিন্ন রঙে দেশের বাজারে এই নতুন ফোনটি পাওয়া যাচ্ছে। ‘সিম্ফনি আই ১১০’ হ্যান্ডসেটটি হাতে দিয়ে চমৎকার গ্রিপিং অনুভূতি পাওয়া যাবে। ১৮:৯ বডি রেশিও এবং ফুল ভিশন ডিসপ্লের জন্য ফোনটি প্রিমিয়াম লুক পেয়েছে। অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেমচালিত এ স্মার্টফোনে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ২ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা আছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। ডিভাইসটিতে গ্রাফিক্স হিসেবে ব্যবহার হয়েছে মালি-টি৭২০। পাওয়ারফুল সনি আই এম এক্স সেন্সরে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরায় আছে ফাইভ পি লেন্স এবং অ্যাপারচার ২.০ যার কারণে ব্যাক ক্যামেরাতে পাওয়া যাবে অসাধারণ ছবি। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা তো আছেই সুন্দর সেলফি তোলার জন্য। পোট্রেট মোড থাকায় ছবিতে পাওয়া যাবে অসাধারণ বোকেহ ইফেক্ট, এছাড়া অটো স্ক্রিন ডিটেকশন সুবিধা থাকায় যেকোন অবস্থায় পাওয়া যাবে বেস্ট আউটপুট। ফোরজি সমর্থিত এ স্মার্টফোন ডুয়াল সিম সমর্থন করবে। কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪.২, ওটিজি, জিপিএস নেভিগেশন, প্রোক্সিমিটি, গ্র্যাভিটি লাইট, নিরাপত্তার জন্য ফার্স্ট ফিঙ্গার প্রিন্ট সুবিধা ইত্যাদি। ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে ১০ হাজার ৯৯০ টাকায়।
Post Top Ad
Responsive Ads Here
Monday, February 5, 2018
দেশের বাজারে সিম্ফনির ফোরজি ফোন
Tags
# তথ্য প্রযুক্তি

About News Desk
তথ্য প্রযুক্তি
Labels:
তথ্য প্রযুক্তি
Post Top Ad
Responsive Ads Here
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.