বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি২০ আসরের এবারের প্রতিযোগিতায় শনিবার প্রথমদিনের নিলাম অনুষ্ঠিত হয়েছে। আর ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত প্রথমদিনেই দল পেয়েছেন বাংলাদেশের দুই অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বিশ্বসেরা টি২০ অলরাউন্ডার সাকিবকে ২ কোটি রুপীতে দলে টেনেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর মুস্তাফিজকে ২ কোটি ২০ লাখ রুপীতে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। গত ৭ আসরে সাকিব খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর)। এবার তারা সাকিবকে ছেড়ে দিয়ে নতুন নিয়মের কারণে নিলামে আর ডাকতেই পারেনি। আর গত দুই আসরে হায়দরাবাদে খেলা মুস্তাফিজকে ছেড়ে দিয়েছিল তারা। নিলামে থাকা তামিম ইকবাল, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ ও আবুল হাসান রাজুকে প্রথমদিন ডাকা হয়নি। তাদের সুযোগ আছে আজ দ্বিতীয়দিনে। কেকেআর ছেড়ে দিলেও আইপিএলে দল পেতে একেবারেই সমস্যা হয়নি সাকিবের। কারণ অনেকদিন ধরেই তিনি বিশ্বসেরা টি২০ অলরাউন্ডার। ব্যাটে-বলে নিয়মিত নৈপুণ্য দেখিয়ে চলেছেন সবধরনের ক্রিকেটে। তাই টেস্ট ক্রিকেটেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব শুধু ওয়ানডের র্যাঙ্কিংয়েই এখন দুই নম্বরে। বাংলাদেশ থেকে মোট ৮ জন খেলোয়াড় এবার আইপিএল নিলামের জন্য তালিকায় ছিলেন। তবে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। চূড়ান্ত তালিকায় আছেন সাকিব, মুস্তাফিজ, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু। এর মধ্যে বিশেষ ক্যাটাগরি ‘মারকুই’তে ছিলেন সাকিব বিশ্বের সবমিলিয়ে ১৬ জন ক্রিকেটারকে সেখানে রাখা হয়েছিল। তবে শনিবার প্রথমদিনের নিলামে সাকিব-মুস্তাফিজ ছাড়া আর কাউকে ডাকেনি দলগুলো। ভিত্তি মূল্যের চেয়ে বেশি, দুই কোটি রুপীতে সাকিবকে নেয় ২০১৬ আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৬ সালে এই দলের হয়েই আইপিএল অভিষেক হয় বাংলাদেশের বিস্ময় পেসার ’কাটার মাস্টার’ হিসেবে পরিচিত মুস্তাফিজের এবং আসরের সেরা উদীয়মান তারকার খেতাব জেতেন তিনি। দলও হয় প্রথমবার চ্যাম্পিয়ন। তবে গত আসরে ইনজুরির কারণে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন মুস্তাফিজ। সাম্প্রতিক সময়ে আগের সেই ছন্দেও নেই তিনি ইনজুরির সেই কবল থেকে দীর্ঘদিন পর ফিরে এসে। এ কারণেই এবার তাকে ছেড়ে দিয়েছিল হায়দরাবাদ। পরিবর্তে এবার তারা সাকিবকে পেয়েছে। এবার নিয়ে অষ্টম আইপিএল খেলতে যাচ্ছেন সাকিব। আগের ৭ বারই তিনি খেলেছেন কেকেআরের হয়ে। কিন্তু এবার আর তাকে রাখেনি কলকাতা। পুরনো খেলোয়াড় ধরে রাখার নিয়মে পরিবর্তন আসাই মূলত সাকিবকে নেয়ার সুযোগ হারায় দুইবারের আইপিএল চ্যাম্পিয়নরা। ডাকারও সুযোগ ছিল না সেই নিয়মের কারণে। কারণ গত আসরেও সাকি বকে ছেড়ে দিয়ে আবার দলে টেনেছিল কেকেআর। সানরাইজার্সে সাকিব সতীর্থ হিসেবে পাবেন কেন উইলিয়ামসন, ইউসুফ পাঠান, কার্লোস ব্রেথওয়েট, শিখর ধাওয়ান, মানীষ পা-ে ও ডেভিড ওয়ার্নারদের। সবমিলিয়ে নিলামের প্রথমদিনে যথেষ্ট শক্তিশালী স্কোয়াড গড়ার দিকেই এগিয়েছে হায়দরাবাদ। সাকিব আগের সাত আইপিএলে মোট ৪৩টি ম্যাচ খেলে ব্যাট হাতে ৪৯৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪৩ উইকেট। সবমিলিয়ে কলকাতার অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন তিনি। আর মুস্তাফিজ ২০১৬ আইপিএল প্রথমবার খেলেই চমক দেখান। ১৬ ম্যাচ খেলে শিকার করেন ২৪.৭৬ গড় ও ৬.৯০ ইকোনমি রেটে ১৭ উইকেট। গত আসরে মাত্র ১ ম্যাচ খেলেছেন হায়দরাবাদের হয়ে। এবার মুস্তাফিজ হয়ে গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের। নিলামের প্রথম বিরতির পরে বোলারদের মধ্যে প্রথমেই আসে মুস্তাফিজের নাম এবং তাকে নিতে আগ্রহ দেখায় দিল্লী ডেয়ারডেভিলস। তাদের পর বিড করে মুম্বাই এবং পরে আর দিল্লী কিংবা অন্য কোন দল ডাক না দেয়ায় মুস্তাফিজকে পেয়ে যায় মুম্বাই।
Post Top Ad
Responsive Ads Here
Sunday, January 28, 2018
হায়দরাবাদে সাকিব, মুম্বাইয়ে মুস্তাফিজ
Post Top Ad
Responsive Ads Here
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.