বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যে ৭ জন

শিল্প-সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখায় বাংলা একাডেমি প্রবর্তিত বিভিন্ন সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৭ জন। ৫ নভেম্বর বাংলা একাডেমির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এবার ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’ পাচ্ছেন কবি নির্মলেন্দু গুণ। যার অর্থমূল্য ১ লাখ টাকা। ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার’ পাচ্ছেন নাট্যজন রামেন্দু মজুমদার।

‘আবু রুশদ সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন ড. মোহাম্মদ হারুন-উর-রশিদ। ‘মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন ডা: এবিএম আবদুল্লাহ। ‘সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন ড. অনুপম সেন।

‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি ওমর কায়সার। এছাড়া ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার’ পাচ্ছেন আবদুল গাফফার। এর অর্থমূল্য ৫০ হাজার টাকা।

আগামী ২৫ নভেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় পুরস্কারগুলো আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে।
 

Follow Us
ফ্লিকার ফটো

© Rajbari News Portal | Website Design & Developed by Glossy IT